মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলা, কাবুলে নিহত ২৭
আফগানিস্তানে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় অনন্ত ২৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কয়েক ডজন। শুক্রবার রাজধানী কাবুলে এ হামলার ঘটনা ঘটে। তালেবানের সঙ্গে মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তির পর এটিই প্রথম বড় হামলা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আফগানিস্তানের তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় তারা জড়িত নয়। ওই অনুষ্ঠানে আবদুল্লাহ আবদুল্লাহ নামে এক আফগান রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। তবে হামলার সময় তিনি সরে যান। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ৫৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন অনলাইন জানায়, এ হামলা ২৭ জন নিহত হওয়ার পাশাপাশি ২৯ জন আহত হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকা আফগান নেতার মুখপাত্র ফ্রাইদুন কাওয়াজুন টেলিফোনে রয়টার্সকে বলেন, হামলার সময় একটি বিকট শব্দ হয়েছে, স্পষ্টই ওই এলকায় একটি রকেট এসেছিল। আবদুল্লাহসহ কয়েকজন রাজনৈতিক নেতা পালিয়ে হামলা থেকে রক্ষা পেয়েছেন।
সংবাদ মাধ্যম ডন জানায়, তালেবানদের হাতে বন্দি হওয়ার পরে ১৯৯৫ সালে নিহত নৃগোষ্ঠী হাজারা নেতা আবদুল আলী মাজারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।