করোনাভাইরাসে ইতালিতে মৃত্যের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। সোমবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৫৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৪৯ জন।ইতালিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৯৮০ জন, নতুন আক্রান্ত হয়েছেন তিন হাজার ২৩৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৭৪৯ জন। দেশটির স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছে।সোমবার দেশটির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে এক ভাষণে দেশের জরুরী অবস্থা মোকাবেলার জন্য ২৫ বিলিয়ন ইউরোর একটি তহবিল ঘোষনা করেছেন।
কর্মকর্তারা বলছেন, ভাইরাসের সংক্রমণ রুখতে ও আক্রান্তদের চিকিৎসায় তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করলেও মাস্ক ও ভেন্টিলেটরসহ প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি এবং দক্ষ লোকবলের অভাবে পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না। লম্বার্দির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা গিউলিও গ্যালেরা বলেন, উত্তরাঞ্চলীয় লম্বার্দি এলাকার ফিয়েরা মিলেনা এক্সিবিশন সেন্টারে কর্তৃপক্ষ জরুরিভিত্তিতে একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই পরিস্থিতি আরও জটিল হচ্ছে, যদিও আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী কাজ করে যাচ্ছি।
সংকট মোকাবেলায় কয়েকদিনের মধ্যে আরও ১৩০টি নিবিড় পর্যবেক্ষণ বেড মিলবে বলেও তিনি আশা করেন। চীনা বিশেষজ্ঞদের একটি দল এরই মধ্যে ৪০টি ভেন্টিলেটর ও ৩১ টন চিকিৎসা উপকরণ নিয়ে ইতালিতে পৌঁছেছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী লুইজি দি মারিও।ইতালির এমনই এক দুর্বিষহ পরিস্থিতিতে রবিবার রাত নয়টায় সারা ইতালির বাসিন্দারা নিজেদের ঘরের আলো নিভিয়ে মোমবাতি, মোবাইলের আলো জ্বালিয়ে ঘরের বারান্দায় দাঁড়িয়ে জাতীয় সংগীত গেয়ে করোনাভাইরাসে নিহতদের স্মরণ করেন এবং করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনের কাতারে থাকা চিকিৎসক ও নার্সদের প্রতি সম্মান জানান।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।