জিম্বাবুয়ের এক কোটি ৪০ লাখ মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি নাগরিক পড়তে পারেন ভয়াবহ খাদ্য সংকটে, এমন আশঙ্কাই করছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)। সোমবার (৩০ ডিসেম্বর) জিম্বাবুয়ের রাজধানী হারারেতে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান ডাব্লিউএফপি-র ডেপুটি ডিরেক্টর নিলস বালৎসার।
তিনি বলেন, প্রচণ্ড খরা এবং দীর্ঘদিন ধরে চলে আসা অর্থনৈতিক মন্দার কারণে আফ্রিকার এ দেশটিতে ইতিমধ্যে খাদ্যসংকট দেখা দিয়েছে। বাজারে খাদ্যসামগ্রী প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যে পরিমাণ খাদ্যশস্য রয়েছে, তা দিয়ে দেশের অর্ধেক মানুষের চাহিদা মেটানোও সম্ভব নয় বলে জানান তিনি। এরমধ্যেই ট্রাক থেকে রাস্তায় পড়া খাদ্যশস্য কুড়িয়ে নিতে দেখা গেছে জিম্বাবুয়ের গ্রামাঞ্চলের অনেক মানুষকে।
ডাব্লিউএফপি-র ডেপুটি ডিরেক্টর নিলস বালৎসার আরো জানান, জিম্বাবুয়ের, বিশেষ করে গ্রামাঞ্চলের অন্তত ৪১ লাখ মানুষ এ মুহূর্তে খাদ্যসংকটে রয়েছেন। আগামী কয়েক মাসের মধ্যে সংখ্যাটা আট লাখ ছাড়িয়ে যাবে বলে ডাব্লিউএফপির আশঙ্কা। জাতিসংঘের সংস্থাটি ইতিমধ্যে খাদ্যসংকটে পড়া মানুষদের পাশে দাঁড়াতে শুরু করেছে।
তবে নিলস বালৎসার জানান, কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। খাদ্যসংটাপন্নদের খাদ্য সরবরাহ করতে তখন ডাব্লিউএফপির অতিরিক্ত ২০০ মিলিয়ন ডলারের প্রয়োজন হবে বলেও জানিয়েছেন তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।