আন্দোলনকারীদের ফাঁসাতে হাসপাতালে তাণ্ডব চালাল ভারতীয় পুলিশ! (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২০শে ডিসেম্বর ২০১৯ ০৫:১৭ অপরাহ্ন
আন্দোলনকারীদের ফাঁসাতে হাসপাতালে তাণ্ডব চালাল ভারতীয় পুলিশ! (ভিডিও)

ভারতের নতুন নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে পুরো দেশজুড়ে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা শান্তিপূর্ণ বিক্ষোভের সময় কোনো ধরনের সহিংসতা করছেন না। কিন্তু আন্দোলনকারীদের ওপর দোষ চাপাতে হাসপাতালে তাণ্ডব চালিয়েছে বিজেপি সরকারের পুলিশ বাহিনী।

আনন্দবাজার পত্রিকা জানায়, নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই কর্নাটকের বেঙ্গালুরুতে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন দুজন। এছাড়া পুলিশের গুলিতে আহতদের হাসপাতালে নেয়া হলে বিক্ষোভকারীরা হাসপাতালে ভিড় করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে হাসপাতালের পার্কিং এলাকা ও প্রবেশ পথের লবি- এই দুই জায়গায় পুলিশ দুটি টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

তারপরই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। রোগীর আত্মীয়দের পাশাপাশি বিক্ষোভকারীরা ঢুকে পড়েন হাসপাতালের বিভিন্ন জায়গায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গ্যাস থেকে বাঁচতে মুখে কাপড় জড়িয়ে দৌড়চ্ছেন অনেকে। এরপর হাসপাতালের লবিতে লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে পুলিশ। হাসপাতালের অপর একটি সিসিটিভি ফুটেজের ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের হাসপাতালের ভেতরে খুঁজছে পুলিশ। সেখানে গিয়ে একটি ওয়ার্ডের বন্ধ দরজায় লাথি মেরে, লাঠি চালিয়ে দরজা খোলার চেষ্টা করছে।

হাসপাতালের একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারী ভেবে রোগীর আত্মীয়দের ওপরও লাঠি চালিয়েছে পুলিশ। এদিকে হাসপাতালে হামলা চালানোর একটি ভিডিও এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপরেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ভারতীয় নাগরিকরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব