প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১১:৪৮

ইরানে লাগামহীন জীবনযাত্রার ব্যয় ও চরম অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দিন দিন সহিংস রূপ নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। রাজধানী তেহরান থেকে শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।
