
প্রকাশ: ৭ আগস্ট ২০১৯, ২৩:২৫

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ায় ক্ষুব্ধ ভারত নিয়ন্ত্রিত অঞ্চলটির মানুষ। তবে কড়া কারফিউ জারি থাকায় মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এ ছাড়া মোবাইল ও ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় সহজে প্রকাশ পাচ্ছেন মানুষের প্রতিক্রিয়ায়। এমন পরিস্থিতিতে রাজ্যটির ভেতর থেকে মানুষের প্রতিক্রিয়া জানিয়েছে বিবিসি। সোমবার সংবিধানের ৩৭০ ধারা তুলে নিয়ে কাশ্মীরকে পুরোপুরি দিল্লির অধীনে নেওয়ার ঘোষণা দেয় বিজেপি সরকার। কাশ্মীরবাসীর অধিকার কেড়ে নেওয়ার এমন সিদ্ধান্তে দেশ জুড়ে বিক্ষোভের সৃষ্টি হয়েছে।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব