
প্রকাশ: ২৪ জুলাই ২০১৯, ২১:৪৫

যুক্তরাজ্যের ব্রেক্সিট হার্ডলাইনার নেতা বরিস জনসন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার রানি দ্বিতীয় এলিজাবেথ থেকে তিনি সরকার গঠনের অনুমতি নেবেন। সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এই জনপ্রিয় নেতা একসময় ছিলেন লন্ডনের মেয়রও। তবে ব্রিটিশ এই শ্বেতাঙ্গ রাজনীতিবিদের শেকড় যুক্তরাজ্যে নয়। তুরস্কের ওসমানি খেলাফতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তার বংশধর। তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানায়, জনসনের দাদার বাবা আলী কামাল ছিলেন ওসমানি খেলাফতের দামাত ফেরিত পাশা সরকারের একজন মন্ত্রী। ওসমানি যুগের এই সাংবাদিক ও রাজনীতিবিদ তিন মাস স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন সেসময়। কবি ও লেখক হিসেবেও স্বীকৃত ছিলেন কামাল

ইনিউজ ৭১/টি.টি. রাকিব