
প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ০:৪

অ্যামাজন বনে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে মার্কিন প্রশাসনের সহায়তা চেয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। এ বিষয়ে কথা বলতে যুক্তরাষ্ট্রে গেছেন বলসোনারোর প্রতিনিধিরা। একই বিষয়ে ফোনালাপের কথা রয়েছে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথেও। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ক্ষমা না চাইলে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো তার সঙ্গে কোন ধরণের আলোচনা করবেন না বলে আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এদিকে, এ বছরই অ্যামাজনে রেকর্ড সংখ্যকবার আগুন লেগেছে বলে বিভিন্ন মহল থেকে প্রচার করা হলেও এ তথ্য সত্য নয় বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব