মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারী মেডালিন ওয়েস্টারাইট পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের তথ্য ফাঁস করার অভিযোগ মাথায় নিয়েই তিনি পদত্যাগ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন। তবে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে হোয়াইট হাউজ সূত্রে জানা যায়। খবর নিউইয়র্ক টাইমস ও সিএনএন’র।
সম্প্রতি ট্রাম্প নিউজার্সিতে অবসর সময় কাটাতে যান। সেখানেই নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়েস্টারাইট। তিনি সেখানে ট্রাম্পের পরিবার ও অন্য সদস্যদের নিয়ে কিছু তথ্য প্রকাশ করেন। ট্রাম্প তা জানার পরই তাকে পদত্যাগ করতে বলেন। ট্রাম্পের ব্যক্তিগত সহকারী হওয়ার কারণে প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসের সামনেই ছিল ওয়েস্টারহেডের কার্যালয়। তাঁকে মার্কিন গণমাধ্যমগুলো ট্রাম্পের ‘দ্বাররক্ষী’ বলে অভিহিত করে আসছিল। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি তাঁর ব্যক্তিগত সহকারীর দায়িত্বে ছিলেন।
ওয়েস্টারহাড সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাম প্রকাশ না করার ব্যাপারটি ভুলে যাওয়ার কারণেই তাকে পদত্যাগ করতে হলো। কেননা এক সাংবাদিক হোয়াইট হাউসকে তার নাম বলেছিলেন। হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মেডালিন ওয়েস্টারাইটের খুবই ঘনিষ্ট সম্পর্ক ছিল।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।