
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০১৯, ৪:২৭

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে অন্তত ২২ জন স্বাধীনতাকামীকে আটক করেছে দেশটির পুলিশ। তবে আন্দোলনরত সংগঠনটির দাবি, সোমবার স্বাধীনতার দাবির আন্দোলন থেকে অন্তত ৪০ জনকে আটক করা হয়েছে। আর পাকিস্তানি পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে যখন পাকিস্তান ভারতের বিরুদ্ধে সমালোচনা করছে তখন সেই দেশটিই আজাদ কাশ্মিরের স্বাধীনতাকামীদের গ্রেফতারের খবর জানা গেলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। আন্দোলনকরারীরা জম্মু ও কাশ্মির লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) এর সদস্য। ভারত ও পাকিস্তানের অধিকৃত উভয় কাশ্মিরেরই স্বাধীনতার দাবিতে কাজ করে সংগঠনটি। শুক্রবার তাত্রিনোটে আন্দোলন শুরু করে জেকেএলএফ। তাদের দাবি, ভারত যেন কাশ্মিরে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব