কেন্দ্রীয় মালির একটি গ্রামে সশস্ত্র হামলার ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। স্থানীয় সরকারের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় মোপতি এলাকার কুলোগন গ্রামে বেশ কিছু বাড়ি-ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ ওই হামলার তদন্ত শুরু করেছে। গত বছর দোগন শিকারী এবং ফুলা গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষে কয়েকশ মানুষ নিহত হয়। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে কুলোগন এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে।
ফুলানি গ্রামের আলায়ি ইয়াত্তারা এএফপিকে বলেন, তিনি গবাদি পশু নিয়ে গ্রামের বাইরে ছিলেন, সেসময়ই তিনি গোলাগুলির শব্দ শুনতে পান। তিনি বলেন, আমাদের গ্রামের প্রধান মৌসা দিয়াল্লো এবং তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। অল্প বয়সী এক মেয়েও নিহত হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।