প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৭

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা একাধিক আবাসিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় দগ্ধ হয়ে আরও অন্তত ৪৫ জন আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ২৭৯ জন, যাদের সন্ধান পেতে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।
