প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে চারটিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে দু’টি আসনে এখনও ঘোষণা না আসায় স্থানীয় পর্যায়ে আলোচনা, গুঞ্জন ও চাপ বাড়ছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনকে ঘিরে জোর আলোচনা চলছে দলীয় প্রার্থী নাকি জোটের প্রার্থী হবে—এ নিয়ে। স্থানীয় বিএনপির একটি অংশ তিনটি আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও সমাবেশও করছে।
