প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ২১:২৮

ফিলিপাইনের সেবু প্রদেশ ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবের কারণে প্রাণহানি ১০০ ছাড়িয়েছে। বুধবার (৫ নভেম্বর) প্রদেশটির সরকারি মুখপাত্র রোন রামোস জানান, প্রাদেশিক রাজধানীর মেট্রো এলাকার লিলোয়ান শহরের বন্যা কবলিত এলাকা থেকে ৩৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেবু প্রদেশে মৃতের সংখ্যা ৭৬ জনে পৌঁছেছে।
