প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি আফগানিস্তান বাগরাম বিমান ঘাঁটি আমেরিকার কাছে ফিরিয়ে না দেয় তবে দেশটির সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে। তাঁর এই বক্তব্যে আফগানিস্তানে নতুন করে মার্কিন আগ্রাসনের আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, বাগরাম ঘাঁটি যারা তৈরি করেছে তাদের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। অন্যথায় পরিস্থিতি খারাপ দিকে যেতে পারে। তিনি ঘাঁটি পুনর্দখল করতে মার্কিন সেনা পাঠানোর বিষয়টি উড়িয়ে দেননি।
এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আমেরিকার গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি ছিল বাগরাম। সেটি পুনরায় আমেরিকার নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শুক্রবার সাংবাদিকদের তিনি জানান, আফগানিস্তানের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে।
২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ঘাঁটিগুলো তালেবানের নিয়ন্ত্রণে চলে যায় এবং মার্কিন সমর্থিত সরকারের পতন ঘটে। তালেবান বর্তমানে নতুন করে মার্কিন সেনাদের উপস্থিতির বিরোধিতা করছে।
বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বাগরাম পুনর্দখলের প্রচেষ্টা আফগানিস্তানে নতুন করে আগ্রাসনের মতো হতে পারে। এই পরিকল্পনা বাস্তবায়নে অন্তত ১০ হাজার সেনা ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন হবে।
দীর্ঘদিন ধরেই ট্রাম্প বাগরাম বিমান ঘাঁটিকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। শনিবার সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করলে তিনি সরাসরি কিছু না বলে জানান, আফগানিস্তানের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত ঘাঁটি ফেরত চান।
দুই দশকের যুদ্ধ চলাকালে আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি ছিল বাগরাম। বিশাল এই বিমানঘাঁটি পুনরায় চালু করা ও সুরক্ষিত করা কঠিন হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
তালেবান যদি আলোচনার মাধ্যমে মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়, তবুও আইএস ও আল-কায়েদার মতো জঙ্গিগোষ্ঠীর হুমকির মুখে থাকবে মার্কিন সেনারা। ফলে বাগরাম ইস্যুতে উত্তেজনা আবারও আফগানিস্তানের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।