প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫
ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধে ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৭১৮ জনে। নিহতদের মধ্যে শিশু ও নারী উল্লেখযোগ্য সংখ্যক।