প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বুধবার এক ভাষণে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাধা কুকুর’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, তেহরান বর্তমানে শত্রুর যেকোনও ধরনের আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সাম্প্রতিক ১২ দিনের সংঘর্ষে ইসরায়েলের বিরুদ্ধে দেয়া জবাবের চেয়েও শক্তিশালী প্রতিক্রিয়া দিতে পারবে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, ইরান কখনোই শত্রুর সামনে দুর্বল নয়, কারণ সামরিক, কৌশলগত এবং প্রতিরক্ষামূলক সব ধরনের সক্ষমতা তাদের রয়েছে।
খামেনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী ইহুদি সাম্রাজ্য আমাদের জন্য শত্রু এবং আমরা তাদের মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। একটি আত্মবিশ্বাসী জাতি, সরকার ও সামরিক বাহিনীই এর প্রমাণ দিচ্ছে। তিনি আরও বলেন, ইসরায়েল একটি ক্যান্সার হিসেবে বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং যুক্তরাষ্ট্র তার অপরাধের শরিক। যুদ্ধের পক্ষপাতী না হলেও শত্রুপক্ষ যদি হামলা করে, তাহলে জবাব হবে বিধ্বংসী—এ বিষয়ে যেন কেউ বিভ্রান্ত না থাকে।
এছাড়া কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান যে মিসাইল হামলা চালিয়েছে, তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন খামেনি। তিনি বলেন, এই হামলা ছিল ইরানের প্রতিরক্ষা সক্ষমতার একটি নমুনা মাত্র, প্রয়োজনে আরও বৃহৎ পরিসরে শক্তি প্রদর্শন সম্ভব। তিনি এটাও জানান যে, ইরান যুদ্ধ চায় না কিন্তু আত্মরক্ষার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেবে না।
ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলি খামেনি বলেন, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইরানকে পারমাণবিক চুক্তিতে ফিরিয়ে আনতে চাপ দিচ্ছেন। তবে তেহরান তাদের শর্তে কোনো ধরনের আপস করতে নারাজ। তার ভাষায়, শর্ত মেনে না নিলে কোনো চুক্তির প্রশ্নই ওঠে না।
এই বক্তব্যে খামেনি কূটনৈতিক কৌশলের চেয়ে সরাসরি শক্তি প্রদর্শনের বার্তা দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র অক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে এবং মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।