
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯

পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী মুক্তিবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে যৌথভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারতও ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে। তবে বাস্তবতা হলো, এই বিজয়ের মূল অর্জন ছিল বাংলাদেশের স্বাধীনতা।
