প্রকাশ: ১৬ জুন ২০২৫, ৫:১৯
ইরান আবারও ইসরাইলের উপর আঘাত হেনেছে। এবার নবম দফায় চালানো হামলায় তেল আবিব ও হাইফা শহর লক্ষ্য করে ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানি রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) একজন মুখপাত্র জানিয়েছেন, ‘অপারেশন ট্রু প্রমিস-৩’-এর আওতায় এই নবম ধাপের হামলা চালানো হয়েছে। এই আক্রমণ মঙ্গলবার ভোর পর্যন্ত চলবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
মুখপাত্র বলেন, “আমরা ইহুদিবাদীদের শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করে দেব। যতক্ষণ পর্যন্ত তারা দখলদারিত্ব বজায় রাখবে, ততক্ষণ তারা নিরাপদ নয়।”
ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ইরান থেকে নিক্ষিপ্ত নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। মধ্য ও দক্ষিণ ইসরাইলে বিশেষ করে বিরসেবা অঞ্চলে সতর্ক সংকেত বাজতে শুরু করে। নাগরিকদের জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।
ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড রাত ৩টা ৩০ মিনিটে নির্দেশ দেয়, জনগণ যেন তাদের নিকটবর্তী বোমা শেল্টার বা আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয় এবং নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাইরে না বের হয়।
ইরানের মিসাইল আক্রমণের কারণে ইসরাইলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে এবং সড়ক ও জনপথ ফাঁকা হয়ে গেছে।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, দক্ষিণ এবং মধ্য ইসরাইলে ব্যাপক সাইরেন বাজানো হচ্ছে এবং নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে যে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
ইরান ও ইসরাইলের এই চলমান সংঘর্ষে এখন পর্যন্ত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।