প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৮:৪৫

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ইরানে সাম্প্রতিক হামলার কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, এই হামলার মাধ্যমে নেতানিয়াহু শুধু পারমাণবিক আলোচনাকেই ব্যাহত করেননি, বরং পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও সংঘাত ছড়ানোর চেষ্টা করছেন।
শনিবার এক ফোনালাপে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন এরদোগান। এই আলাপে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, গাজায় চলমান জাতিগত নিধনের ঘটনা থেকে বিশ্বের মনোযোগ সরাতেই ইরানে হামলা চালিয়েছে ইসরাইল।
তুরস্ক সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আঞ্চলিক উত্তেজনার বিষয়ে শুধু ইরান নয়, সৌদি আরব, পাকিস্তান, জর্ডান ও মিসরের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও কথা বলেছেন এরদোগান। এই আলোচনাগুলোর মূল বিষয় ছিল ইসরাইল-ইরান সংঘাত এবং এর প্রভাব নিয়ে।
এরদোগান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলাপকালে বলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইল এখন গোটা অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে। তিনি এও সতর্ক করেন যে, এ ধরনের পদক্ষেপ গোটা মুসলিম বিশ্বের ঐক্যকেও প্রশ্নবিদ্ধ করতে পারে।

এছাড়া, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও কথা বলেন এরদোগান। এই ফোনালাপে তিনি বলেন, ইসরাইলের হামলা শুধু নিরীহ মানুষের জীবন হুমকির মুখে ফেলেনি, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোকেই দুর্বল করে দিচ্ছে।
এরদোগান আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নেতানিয়াহু আন্তর্জাতিক নিয়মনীতি উপেক্ষা করে যাচ্ছেন, যা গোটা বিশ্বের স্থিতিশীলতার জন্য একটি বড় ঝুঁকি।
তুরস্কের প্রেসিডেন্টের মতে, এই পরিস্থিতিতে বিশ্বনেতাদের উচিত সম্মিলিতভাবে সংকট নিরসনের উদ্যোগ নেওয়া এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও ভারসাম্য ফিরিয়ে আনা।