প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ১৭:১০

ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (৬ ডিসেম্বর) এনডিটিভির এডিটর-ইন-চিফ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন—শেখ হাসিনা ‘নির্দিষ্ট পরিস্থিতিতে’ ভারতে এসেছেন এবং তিনি কতদিন থাকবেন, তা সম্পূর্ণই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।
