প্রকাশ: ২০ মে ২০২৫, ১২:৩
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পৃথক সংঘর্ষে ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নিহতদের সবাইকে ‘ভারতীয় মদদপুষ্ট’ বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর। একইসঙ্গে এই অভিযানে পাকিস্তানের দুই সেনাসদস্যও প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (২০ মে) পাকিস্তানি ইংরেজি দৈনিক ডনের প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। সংঘর্ষগুলো ঘটে গত শনিবার ও রবিবার। সেনাবাহিনী জানায়, এসব অভিযান ছিল গোয়েন্দা তথ্যভিত্তিক এবং তা পরিচালিত হয় খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত ও উত্তর ওয়াজিরিস্তান এবং বেলুচিস্তানের আওরান ও কেচ জেলার বিভিন্ন স্থানে।
লাক্কি মারওয়াত এলাকায় চালানো এক অভিযানে নিরাপত্তা বাহিনী পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করে, যাদের ‘ভারতীয় স্পনসরড’ বলে উল্লেখ করা হয়েছে। একই জেলায় আরও এক অভিযানে মারা যায় আরও দুই জন। এছাড়া উত্তর ওয়াজিরিস্তানের মির আলী এলাকায় এক কনভয়ে অতর্কিত হামলার জবাবে আরও দুই সন্ত্রাসী নিহত হয়।
বেলুচিস্তানে আওরান জেলার গিশকুর এলাকায় সংঘর্ষে নিহত হয় আরেকজন ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী ইউনাস। আর কেচ জেলার তুরবাত শহরে সংঘর্ষে প্রাণ যায় আরও দুইজনের। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।
এদিকে, সংঘর্ষ চলাকালে প্রাণ হারান পাকিস্তান সেনাবাহিনীর দুই সদস্য সিপাহী ফরহাদ আলী তুরি ও ল্যান্স নায়েক সাবির আফ্রিদি। তারা যথাক্রমে কুর্রাম ও কোহাট জেলার বাসিন্দা ছিলেন। সেনাবাহিনী তাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের জন্য গভীর শ্রদ্ধা জানিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী বিবৃতিতে আরও জানিয়েছে, ভারত-সমর্থিত এই সন্ত্রাসীরা বেলুচিস্তানের স্থিতিশীলতা বিনষ্ট করতে চেয়েছিল, তবে নিরাপত্তা বাহিনীর দৃঢ় প্রতিরোধে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। জাতির সমর্থনে সেনাবাহিনী এই ধরনের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।