প্রকাশ: ৮ মে ২০২৫, ১৭:৩২
ইয়েমেনের সশস্ত্র বাহিনী বুধবার একাধিক সফল সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে, যার লক্ষ্য ছিল দখলদার ইসরাইলি বাহিনী ও মার্কিন স্বার্থ। ইয়েমেনি বাহিনীর আল-মাসিরাহ নেটওয়ার্কের বরাত দিয়ে মেহের নিউজ এই তথ্য জানিয়েছে। বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, ওই দিন তারা দুইটি বড় আক্রমণ পরিচালনা করে, যার মধ্যে একটি ছিল ইসরাইলের উম আল-রাশরাশ অঞ্চলে অবস্থিত রামন বিমানবন্দরকে লক্ষ্য করে ড্রোন হামলা এবং অপরটি ছিল ইয়েমেনি ড্রোন "ইয়াফা" দিয়ে অধিকৃত জাফা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা।
ইয়েমেনি বাহিনী জানিয়েছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে এবং এর সঙ্গে থাকা একাধিক জাহাজের ওপরও একটি সমন্বিত হামলা চালিয়েছে। এই অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন ব্যবহার করা হয়, যার ফলে শত্রু পক্ষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর পরেই একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান সাগরে বিধ্বস্ত হয়। এক পর্যায়ে, রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান লোহিত সাগরের উত্তর দিকে পিছু হটে যায়।
অন্যদিকে, ইয়েমেনি বাহিনী জানিয়েছে যে, এই অভিযানের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের পরিকল্পিত বিমান হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দেওয়ার আগেই এই হামলাগুলো চালানো হয়। ইয়েমেনি বাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে যদি কোনো নতুন আগ্রাসন ঘটে, তবে তার জন্য "কঠোর প্রতিশোধমূলক" পদক্ষেপ নেয়া হবে।
এই সামরিক অভিযানটি দেশটির প্রতিরক্ষা শক্তির জন্য একটি বড় সফলতা হিসেবে দেখা হচ্ছে, এবং এটি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইয়েমেনের দৃঢ় প্রতিরোধের চিত্র তুলে ধরে। ইয়েমেনের বাহিনী ভবিষ্যতে আরো বড় আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে, যা আন্তর্জাতিক সম্পর্কের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।