প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৫
লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে এফ/এ-১৮ সুপার হর্নেট নামক একটি যুদ্ধবিমান সমুদ্রে পড়ে যাওয়ার ঘটনায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে। সোমবার (২৮ এপ্রিল) নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বিমানটি যখন রণতরীর ডেক থেকে টেনে নেওয়া হচ্ছিল, তখন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যায়।