
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:১৪

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকিতে থাকা শীর্ষ জুলাই যোদ্ধাদের সুরক্ষায় ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার বিকেল সোয়া চারটায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামলার তদন্তসংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় যেসব জুলাই যোদ্ধা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, বিশেষ করে যারা সরাসরি হুমকির মুখে বা ‘গান পয়েন্টে’ আছেন, তাদের নিরাপত্তা বাড়ানো হচ্ছে।
ডিএমপি কর্মকর্তা জানান, জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত হাজার হাজার যোদ্ধার নিরাপত্তা আলাদাভাবে বা ব্যক্তি পর্যায়ে নিশ্চিত করা বাস্তবসম্মত নয়। তবে ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ও টার্গেটেড ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, হাদির ওপর হামলার ঘটনাকে ডিএমপি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হামলার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য ও প্রযুক্তিগত সহায়তা ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও নেওয়া হবে।
ডিএমপি আশা প্রকাশ করে জানায়, দ্রুত সময়ের মধ্যেই হামলার রহস্য উদঘাটন করা সম্ভব হবে। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

সংবাদ সম্মেলনের শেষাংশে পুলিশ কর্তৃপক্ষ জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানায়। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত যেকোনো তথ্য বা হুমকির বিষয় পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়।