বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে যাত্রা করা প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় নিরাপদে পৌঁছেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে ফ্লাইটটি কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের এই ফ্লাইটে হজ করতে আসেন মোট ৪১৪ জন যাত্রী। এর আগে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে আরও ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। এদের সবার জন্য বিমানবন্দরে ছিল ব্যতিক্রমধর্মী অভ্যর্থনার আয়োজন।
হজযাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। তার সঙ্গে ছিলেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর হজ জহিরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিজনাল ম্যানেজার এনায়েত হোসেন সরকারসহ হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সবার ফুলেল অভ্যর্থনায় অভিভূত হন হাজিরা।
রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, এবারের হজ ব্যবস্থাপনায় ‘রোড টু মক্কা’ কার্যক্রমের অধীনে হজযাত্রীরা সরাসরি মক্কায় পৌঁছাতে পারছেন। ফলে বিমানবন্দরে দীর্ঘ সময় বসে থাকতে হচ্ছে না। হাজীদের মুখে হাসি দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং জানান, এটি সৌদি সরকারের আন্তরিক সহযোগিতার ফসল।
তিনি আরও বলেন, হজযাত্রীদের সব ধরনের সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ হজ মিশন ও দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হজের পুরো সময়জুড়ে যাতে তারা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে হজযাত্রীরা বিমানবন্দরে নামার পর আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা সৌদি আরব ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এই সফর নির্বিঘ্ন করতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তা সত্যিই প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকার আশকোনা হজক্যাম্পে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি হাজীদের সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান এবং দেশের সম্মান অক্ষুণ্ন রাখতে নির্দেশনা দেন।
প্রথম ২৪ ঘণ্টায় ১০টি হজ ফ্লাইট সৌদি আরবে যাচ্ছে, এতে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী থাকছেন। এর মধ্যে আটটি ফ্লাইট জেদ্দায় এবং দুটি মদিনায় পৌঁছাবে। চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য নিবন্ধন করেছেন মোট ৮৭ হাজার ১০০ জন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।