প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২১:৩২
লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও এখনও তিনি আশঙ্কামুক্ত নন বলে জানা গেছে। এ অবস্থায় তাকে দেশে ফিরিয়ে আনতে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।