বরিশাল জেলা পুলিশের ১১ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন স্বাক্ষরিত একটি আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।
মঙ্গলবার বিকেলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানা ও শাখার ১১ জন পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। এসব বদলির মধ্যে রয়েছে বাকেরগঞ্জ থানার ওসি, তদন্ত, হিজলা, বাবুগঞ্জ, মুলাদী, মেহেন্দিগঞ্জ, জেলা ডিবি, বিভাগীয় পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা, জেলা সার্কেল অফিস এবং সদর কোর্টের পুলিশ পরিদর্শকরা।
এদের মধ্যে যারা বদলি হয়েছেন, তাদের আগামী ৪ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ একসাথে জেলা পুলিশের ১১ জন পরিদর্শককে বদলির কারণে আলোচনার সৃষ্টি হয়েছে, তবে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এই পদক্ষেপটিকে একটি নিয়মিত প্রক্রিয়া হিসেবে দেখছেন। জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, "পুলিশের বদলি একটি নিয়মিত প্রক্রিয়া এবং ১১ জন পরিদর্শককে বদলিও সেই প্রক্রিয়ার একটি অংশ।"
পুলিশ বিভাগের এই বদলির ফলে জেলা পুলিশে নতুন কর্মব্যস্ততা শুরু হবে, এবং একসাথে বেশ কয়েকজন পরিদর্শক বদলির ফলে বিভিন্ন থানায় নতুন নেতৃত্বের পরিবর্তন দেখা যাবে।