ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আশরাফ আলী, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা জামায়াত ইসলামের আমির মো. এনাম খা ও মাওলানা মঈনুল ইসলাম খন্দকার।
এছাড়া উপস্থিত ছিলেন সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বাজার কমিটির নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ইফরান খান ও নাহিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুধীজন।
সভায় বক্তারা সরকারি জায়গা দখল, বাজারে যানজট, মাদক, জুয়া, চোর সিন্ডিকেট ও জননিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে থানার পুলিশকে নির্দেশ দেন ইউএনও মো. মোশারফ হোসাইন। তিনি আইনশৃঙ্খলা উন্নয়নে সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন।
বক্তারা চলমান ডাকাতি দমনে পুলিশের অভিযান এবং সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় উপজেলা প্রশাসন ও থানাকে ধন্যবাদ জানান। সভার শেষাংশে ইউএনও সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।