পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় স্থানীয় এক শান্তি কমিটির বৈঠকে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে শাকাই তহসিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সময় অনুযায়ী বৈঠকটি চলছিল শান্তি কমিটির একটি কার্যালয়ে, যেখানে সভাপতিত্ব করছিলেন প্রবীণ উপজাতীয় নেতা এবং কমিটির চেয়ারম্যান সাইফুর রহমান। তারই নেতৃত্বে একটি জিরগা (উপজাতীয় বৈঠক) চলাকালে হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই নিহত হন বেশ কয়েকজন এবং বহু মানুষ আহত অবস্থায় পড়ে থাকেন।
আহতদের মধ্যে শান্তি কমিটির সদস্যরাও রয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সবাইকে দ্রুত ওয়ানার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কমিটির চেয়ারম্যান সাইফুর রহমান গুরুতরভাবে আহত হয়েছেন এবং তার অবস্থা সংকটজনক।
বিস্ফোরণটি ঠিক কী ধরনের ছিল তা এখনো নিশ্চিত করা যায়নি। পুলিশ ও নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এটি আত্মঘাতী হামলা নাকি রিমোট কন্ট্রোলড বিস্ফোরণ—সেটি এখনো তদন্তাধীন। ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞ এবং তদন্তকারীরা কাজ করছেন।
বিস্ফোরণের পর গোটা বাজার এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং জনসাধারণ দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন। ওয়ানার পরিবেশ পুরোপুরি থমথমে হয়ে পড়ে।
দক্ষিণ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার জানিয়েছেন, এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং দোষীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। এই হামলার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাও তৎপর হয়েছে।
স্থানীয় প্রবীণ মালিক নূর ইসলাম বলেন, বহু ত্যাগের মাধ্যমে এলাকায় যে শান্তি ফিরেছিল, এ হামলা তা ধ্বংস করার চেষ্টা। তিনি সরকারের কাছে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, পাকিস্তানে শান্তি কমিটিগুলো মূলত সন্ত্রাসবাদ বিরোধী সামাজিক সংগঠন হিসেবে কাজ করে আসছে। সরকারের সহায়তায় এসব কমিটি জঙ্গিবাদ দমনে ভূমিকা রাখলেও এখনও কিছু এলাকায় সক্রিয় হামলার ঝুঁকি থেকে যায়, যার প্রমাণ এই মর্মান্তিক বিস্ফোরণ।