প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৬:১৫
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা নিয়ে পাকিস্তান এবং ভারতের সম্পর্ক নতুন করে তলানিতে চলে গেছে। ভারতীয় সীমান্তে হামলার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ এবং হুমকি-ধামকির মাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে, যার মধ্যে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত এবং অন্যান্য কূটনৈতিক পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।