প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৫১
ইসরাইলে গত কয়েকদিন ধরে এক ভয়াবহ দাবানল চলছে, যা দেশটির বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ২৩ এপ্রিল বুধবার, মধ্য ইসরাইলের মোশাভ তারুম এলাকার কাছ থেকে দাবানলের সূত্রপাত হয়, এবং দ্রুত তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি প্রবল বাতাসের কারণে আগুনের পরিধি আরও বৃদ্ধি পায়। প্রথমে এই আগুন বেইত শেমেশ শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, এবং পরবর্তীতে এটি এশতাওল, বেইত মেইর, মেসিলাত জিওন শহরে পৌঁছায়। আগুনের তীব্রতা এতটাই বাড়ে যে, কিছু এলাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।