প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১:৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সশস্ত্র হামলার জেরে কূটনৈতিকভাবে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের নাগরিকদের জন্য চালু থাকা সার্ক ভিসা ছাড় পোগ্রাম বাতিল করেছে দেশটি। একইসাথে বাতিল করা হয়েছে ভারত-পাকিস্তান ঐতিহাসিক সিন্ধু নদ চুক্তি।
বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। বৈঠকে পাকিস্তানের সঙ্গে ভবিষ্যত সম্পর্ক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে গভীর আলোচনা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিস্রি এক ঘোষণায় বলেন, “সার্ক ভিসা ছাড় পোগ্রামের আওতায় পাকিস্তানিদের আর ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পূর্বে যাদের এই ভিসা দেওয়া হয়েছে, তা এখন থেকে বাতিল হিসেবে বিবেচিত হবে।”
তিনি আরও জানান, বর্তমানে যেসব পাকিস্তানি নাগরিক ওই ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন, তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করতে বলা হয়েছে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও তিনি উল্লেখ করেন।
একই সঙ্গে উত্তর ভারতের আত্তারি সীমান্তের নিরাপত্তা চৌকিও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে দুই দেশের মধ্যকার সীমান্তপথে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়েছে।
কাশ্মিরে হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে বহুদিন ধরেই দাবি করে আসছে ভারত। পেহেলগামের হামলার পর সেই দাবি আরও জোরালোভাবে তুলেছে নয়াদিল্লি। যদিও ইসলামাবাদ সবসময় এই অভিযোগ অস্বীকার করে আসছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিসের (সিএলএডব্লিউএস) পরিচালক ড. তারা কর্থা বলেছেন, “এটি সরাসরি যুদ্ধের একটি পদক্ষেপ। পাকিস্তানের সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্যের পর এমন হামলা মোটেও কাকতালীয় নয়।”
বিশ্লেষকরা মনে করছেন, কাশ্মিরে সহিংসতা বেড়ে যাওয়ার ফলে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে পৌঁছাতে পারে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর এই উত্তেজনা অঞ্চলজুড়ে স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।