কুয়েতে ২৬ মার্চ পর্যন্ত সরকারি ছুটি, বিমান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১২ই মার্চ ২০২০ ১০:০৯ পূর্বাহ্ন
কুয়েতে ২৬ মার্চ পর্যন্ত সরকারি ছুটি, বিমান চলাচল বন্ধ

১২ থেকে ২৬ মার্চ করোনা ভাইরাসকে কেন্দ্র করে সরকারী ছুটির সিদ্ধান্ত নিয়েছে কুয়েত মন্ত্রিসভা। কুয়েতের মন্ত্রী পরিষদের বৈঠকে বুধবার (১১ মার্চ) বিকেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কুয়েত সরকারের মুখপাত্র তারেক আল মাজরামের বরাত দিয়ে আরব টাইমস ও দেশটির বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয় :

১. পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কুয়েতের সমস্ত বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছে

২. পাবলিক এবং প্রাইভেট সেক্টরে ১২ মার্চ থেকে ২৬ মার্চ অবধি ছুটি ঘোষণা করা হয়েছে 

৩. সংক্রমণ এড়াতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ 

৪. রেস্তোঁরা, ক্যাফে, হল, শপিং সেন্টার, প্রাইভেট হেলথ ইনস্টিটিউট বন্ধ

৫. ব্যাংকগুলি ১২ মার্চ থেকে ২৯ মার্চ অবধি বন্ধ থাকবে (এটিএম উন্মুক্ত থাকবে)

তারেক আল মাজরামে জানান, কুয়েতে জরুরি অবস্থা জারি করা হয়নি। তবে করোনা ভাইরাস রোধে এই ছুটি ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সব দেশের সাথে কুয়েতের বিমান চলাচলও বন্ধ থাকবে। ১২ মার্চ থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত কুয়েতের সকল সরকারী-বেসরকারী অফিসগুলো বন্ধ থাকবে।

স্থানীয় গণমাধ্যম ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ খবর ছড়িয়ে পড়েছে মুহূর্তেই।  এই খবর প্রকাশিত হওয়ার পর বিভিন্ন সুপারমার্কেটে উপচে পড়া ভিড় দেখা যায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব