কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়ন যুবদলের আহবায়ক তৌহিদুর রহমানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী) বেলা ২ টায় শ্রীমঙ্গল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে এই মানববন্ধন আয়োজন করে।
শ্রীমঙ্গল জাতীয় নাগরিক কমিটির সদস্য ইমরান আহমেদের সঞ্চালনায় এই মানববন্ধনে বক্তৃতা দেন মৌলভীবাজার জেলা সার্চ কমিটির সদস্য নিলয় রশিদ তন্ময়। অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল জাতীয় নাগরিক কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম, দেলওয়ার হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বক্স।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। জনগণ একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে, যেখানে গুম-খুনের সংস্কৃতি থাকবে না।” বক্তারা আরও বলেন, “বর্তমান সরকার ও তাদের আড়ালে যারা দেশ পরিচালনা করছেন, তাদের মাধ্যমে পুনরুজ্জীবিত হচ্ছে গুম-খুন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি।”
তারা আরও উল্লেখ করেন, "জুলাই গণ-অভ্যুত্থান শেষ হলেও দেশ এখনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার। পুলিশি রাষ্ট্রের দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছে, যা অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।"
বক্তারা তৌহিদুর রহমানের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। তারা বলেন, “বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে কোনো সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। জনগণের জীবনের নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত রাখতে হবে।”
তারা আরও বলেন, “এই মানববন্ধন শুধু তৌহিদুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদ নয়, এটি বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকারের দিকে এগিয়ে নেওয়ার দাবি।”
শেষে, মানববন্ধনে অংশগ্রহণকারীরা “তৌহিদুর রহমানের হত্যাকারীদের বিচার চাই” শ্লোগান দিয়ে শেষ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।