বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ বিদেশে পাচার ঠেকাতে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আল আমিন (২৮), সুইটি (২৭), এবং যুথী বেগম (২৪)।
ভিকটিম সাদিয়া আক্তার তানহা (১৩) পহেলা জানুয়ারি বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ খেয়াঘাট থেকে নিখোঁজ হয়। ৯ জানুয়ারি তার মা জান্নাত বেগম একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশের তৎপরতায় ১৫ জানুয়ারি সন্ধ্যায় বরিশাল নগরের ৬ নম্বর ওয়ার্ডের খালেক মিয়ার বাসার দ্বিতীয় তলা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ১৬ জানুয়ারি ভোররাতে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ভিকটিম জানায়, খেয়াঘাট এলাকায় সুইটি ও যুথী বেগম তাকে কৌশলে সিএনজি চালিত থ্রি-হুইলারে উঠিয়ে অপহরণ করে। এরপর তাকে বরিশাল শহরের ভাটিখানা এলাকায় একটি বাসায় আটক রেখে যৌন শোষণ এবং পতিতাবৃত্তির জন্য দুবাই পাঠানোর পরিকল্পনা করে।
পুলিশ জানায়, অপহরণকারীরা ভিকটিমকে ২ জানুয়ারি ঢাকায় নিয়ে গিয়ে নকল ভোটার আইডি কার্ড তৈরি করে। পরবর্তীতে ৫ জানুয়ারি আঙুলের ছাপ নেয়ার জন্য আবারও ঢাকায় নিয়ে যাওয়া হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল নিশাত বলেন, “চক্রটি কিশোরীকে বিদেশে পাচারের চেষ্টা করছিল। কিন্তু আমাদের তদন্তের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতরা তাদের পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করলেও আমরা তাদের পরিকল্পনার বিস্তারিত জানতে পেরেছি। আরও কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে।”
গ্রেপ্তারকৃত দুই নারী সৌদি আরবে নাচ-গানের কাজে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাদের মধ্যে একজন সম্প্রতি দেশে ফিরেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।