মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক ভারপ্রাপ্ত প্রধান মাইকেল মোরেল বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কৃদ্স ব্রিগেডের প্রধান মেজর জেনারেল সোলায়মানিকে হত্যার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত দিয়েছেন তাতে আমেরিকার বহু নাগরিক মারা যাবেন।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজকে মোরেল বলেন, জেনারেল কাসেম সোলায়মানি হত্যাকান্ডের কারণে ইরানিরা কঠোর প্রতিশোধ নেবে এবং এজন্য আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে।
মাইকেল মোরেল বলেন, জেনারেল সোলায়মানিকে হত্যার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে বহু মার্কিন সেনা মারা যাবে এবং এই ঘটনায় আমেরিকার বহু বেসামরিক লোকজনও মারা যাবে।
তিনি আরও বলেন, জেনারেল সোলায়মানিকে হত্যার পর এখন আমেরিকার সেনা এবং নাগরিকদের জন্য ইরাক, সিরিয়া, লেবানন কোথাও আর নিরাপদ কোন জায়গা থাকলো না। জেনারেল সোলায়মানিকে আনুষ্ঠানিক কোনো যুদ্ধের বাইরে হত্যার মধ্যদিয়ে এই নজির স্থাপন করা হয়েছে যে, বিশ্বে এ ধরনের শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তারা আর নিরাপদ নন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।