ঝালকাঠি হাসপাতালে এ্যম্বুলেন্স চালকের তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: রবিবার ১২ই জানুয়ারী ২০২৫ ০৬:৫৮ অপরাহ্ন
ঝালকাঠি হাসপাতালে এ্যম্বুলেন্স চালকের তাণ্ডব

ঝালকাঠি সদর হাসপাতালে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে এ্যম্বুলেন্স চালক শাহাদাত হোসেন। চাকরি হারানোর পর ক্ষুব্ধ হয়ে তিনি হাসপাতালে তত্বাবধায়ক ডা: শামীম আহম্মেদের ওপর হামলা চালান এবং হত্যার চেষ্টা করেন। ১২ জানুয়ারি দুপুরে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, শাহাদাত তত্বাবধায়ককে একটি কক্ষে আটকে রেখে পাশের গেট তালা মেরে দেন। তত্বাবধায়কের চিৎকারে আশপাশের কর্মকর্তা-কর্মচারী এবং রোগীর স্বজনরা ছুটে এসে গেটের তালা ভেঙে তাকে উদ্ধার করেন।


খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহাদাত হোসেনকে আটক করে। তত্বাবধায়ক ডা: শামীম আহম্মেদ পুলিশকে দেওয়া লিখিত অভিযোগে জানান, “শাহাদাত হোসেন আমাকে হত্যার চেষ্টা করেছে। তার মাদকাসক্তি এবং অনৈতিক কর্মকাণ্ডে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে।”


অভিযোগে আরও উল্লেখ করা হয়, শাহাদাতের চাকরির মেয়াদ শেষ হলেও তিনি অবৈধভাবে হাসপাতালে অবস্থান করছেন এবং মাদক সংক্রান্ত কাজ চালিয়ে যাচ্ছেন। এর আগে তার এ্যম্বুলেন্স থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার হয়েছিল।


ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, “ডা: শামীমের অভিযোগের ভিত্তিতে শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে। নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা রুজু হওয়ার পর তাকে আদালতে প্রেরণ করা হবে।”


এ বিষয়ে তত্বাবধায়ক ডা: শামীম অভিযোগ করেন যে, সিভিল সার্জন এইচএম জহিরুল ইসলাম তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং শাহাদাতকে ব্যবহার করে পরিস্থিতি উত্তপ্ত করছেন। তিনি শাহাদাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


শাহাদাত হোসেনের কর্মকাণ্ড হাসপাতালের শৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করেছে। নিয়মিত মামলার মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।