কুমিল্লা সীমান্তে পুকুরপাড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ, উত্তেজনা সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২৫ ০৩:০৫ অপরাহ্ন
কুমিল্লা সীমান্তে পুকুরপাড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ, উত্তেজনা সৃষ্টি

কুমিল্লার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুকুরপাড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে, যা উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। পুকুরটি ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং উভয় দেশের বাসিন্দারা এতে গোসল ও পানি সংগ্রহের জন্য ব্যবহার করতেন। 


পুকুরটি সোনামুড়া থানার সূর্যনগর (ভারত) এবং কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর (বাংলাদেশ) গ্রাম সংলগ্ন, যেখানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী পিলার স্থাপন করে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছে। রোববার (১২ জানুয়ারি) দুপুরে পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, ভারতীয় কর্তৃপক্ষ পিলার নির্মাণ করছে এবং পরে সেখানে কাঁটাতারের বেড়া বসানো হবে।


এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। সীমান্তের ২০৮৫ নম্বর পিলারের কাছে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা অভিযোগ করছেন যে, বিএসএফ তাদের ভয় দেখিয়ে সীমান্তে প্রবেশ করতে নিষেধ করছে এবং সেখানে অস্ত্র তাক করে তাদের হুমকি দেওয়া হচ্ছে। 


এদিকে, কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানিয়েছেন, বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে। তবে, তারা সীমান্তের পিলারের নকশা অনুসারে কাজ মনিটর করছেন এবং যদি নকশার বাইরে কোনো কাজ হয়, তবে তা বন্ধ করতে পতাকা বৈঠকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। 


স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে, কারণ বিজিবির চার সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিএসএফের উপস্থিতিতে পিলার বসানোর কাজ চলছে। সীমান্তের সবার রাস্তায় কড়া পাহারা দেওয়া হচ্ছে। 


এ বিষয়ে বিজিবির দাবি, ভারত তাদের অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে, তবে স্থানীয়রা অভিযোগ করছে যে, পিলারের দেড়শ গজের ভেতরে বেড়া নির্মাণ করা হচ্ছে।