লস অ্যাঞ্জেলসের দাবানলে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ১৬

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ন
লস অ্যাঞ্জেলসের দাবানলে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ১৬

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, পাঁচদিন ধরে চলমান এই দাবানলে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। দাবানল নতুন করে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে ছড়িয়ে পড়েছে। পালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চার এলাকায় আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে প্যালিসেডসে আগুন আরও এক হাজার একর এলাকায় বিস্তৃত হয়েছে। লস অ্যাঞ্জেলস কাউন্টি মেডিকেল এক্সামিনার রোববার দাবানলে ২৪ জন নিহতের তালিকা প্রকাশ করে। পাশাপাশি ১৬ জন নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়েছে।  


বর্তমানে লস অ্যাঞ্জেলসে চারটি দাবানল সক্রিয় রয়েছে। প্যালিসেডস দাবানল ইতোমধ্যেই ২২ হাজার একর এলাকা পুড়িয়ে দিয়েছে এবং এখন আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, প্যালিসেডস দাবানল মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। নতুন করে আগুন বেড়ে যাওয়ার আগে ফায়ার সার্ভিস সদস্যরা প্যালিসেডস এবং এটন দাবানল নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতির কথা জানিয়েছিলেন। তবে বর্তমানে দাবানলের কারণে ১৪৫ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে, যা ভৌগোলিকভাবে নিউইয়র্কের ম্যানহাটনের চেয়ে আড়াই গুণ বড়।  


গত ছয় দিনে এই ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ৪০ হাজার একরেরও বেশি এলাকা। আগুনের গ্রাসে ধ্বংস হয়ে গেছে ১২ হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা। এক লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আগুনের কারণে লস অ্যাঞ্জেলসের বাতাসে দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, লস অ্যাঞ্জেলস ও ভেঞ্চুরা কাউন্টিতে বাতাসের গতি আগামী কয়েকদিনে ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত বাড়তে পারে, যা আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়াচ্ছে।