সীমান্ত ইস্যুতে বাংলাদেশি কূটনীতিককে তলব করল ভারত

নিজস্ব প্রতিবেদক
সৌম্যা সাহা , কলকাতা প্রতিনিধি ভারত
প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২৫ ০৫:০৭ অপরাহ্ন
সীমান্ত ইস্যুতে বাংলাদেশি কূটনীতিককে তলব করল ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে। সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশের আপত্তির পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার পরদিনই ভারত পাল্টা এই পদক্ষেপ নেয়।  


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সীমান্তে নির্দিষ্ট কয়েকটি স্থানে বেড়া নির্মাণ নিয়ে আলোচনা করতে নুরুল ইসলামকে তলব করা হয়। বাংলাদেশের দাবি, পাঁচটি স্থানে বেড়া নির্মাণ দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করছে। অন্যদিকে, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা দাবি করেন, সীমান্ত নিরাপত্তার স্বার্থে এই নির্মাণ হচ্ছে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।  


দুই দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে স্থিতিশীল থাকলেও সম্প্রতি রাজনৈতিক পরিবর্তন এবং সীমান্ত ইস্যুতে উত্তেজনা সৃষ্টি হয়েছে।