পটুয়াখালীর পায়রা বন্দরের অধিগ্রহীত অব্যবহৃত কৃষি জমি চাষাবাদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টায় লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনটি স্থানীয় কৃষক এবং জমির মালিকদের উদ্যোগে হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, কৃষক জসিম উদ্দিন মৃধা, মজিবর প্যাদা, ইব্রাহিম সাউগার, সজল বিশ্বাসসহ স্থানীয় বাসিন্দারা। বক্তারা অভিযোগ করেন, পায়রা বন্দরের জন্য অধিগ্রহীত জমিগুলোর অধিকাংশ এখনও অব্যবহৃত রয়েছে, অথচ এসব জমির মালিকরা চাষাবাদ করে তাদের জীবিকা নির্বাহ করতেন।
বক্তারা বলেন, "পায়রা বন্দরের কর্তৃপক্ষ এসব জমির জন্য ক্ষতিপূরণ দিলেও অনেক মালিক এখনও ক্ষতিপূরণের টাকা পুরোপুরি পাননি। এর ওপর, চাষাবাদ বন্ধ করে এসব জমি বাহিরের লোকদের কাছে ইজারা দেওয়ার পায়তারা চালানো হচ্ছে।" তারা দাবি করেন, জমির মালিকদের চাষাবাদের সুযোগ প্রদান করা হোক এবং অবিলম্বে এই ইজারা প্রক্রিয়া বন্ধ করা হোক।
এছাড়া, বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি আমাদের দাবি না মানা হয়, তবে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করব।" মানববন্ধনটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর, কৃষকরা তাদের দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত মনোযোগ আকর্ষণের আশা প্রকাশ করেন।
এ ঘটনা স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে এবং তারা যথাযথ পদক্ষেপের অপেক্ষায় আছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।