এশিয়ায় প্রথম সমকামী বিয়ের বৈধতা দিল তাইওয়ান

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ১৭ই মে ২০১৯ ০৫:৫৪ অপরাহ্ন
এশিয়ায় প্রথম সমকামী বিয়ের বৈধতা দিল তাইওয়ান

দৃষ্টান্তমূলক এই সিদ্ধান্ত অনুমোদনের পর শত শত সমর্থক রাজধানী তাইপের পার্লামেন্ট বিল্ডিংয়ের বাইরে উদযাপনের জন্য ভিড় জমিয়েছেন। এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গে বিয়ের বৈধতা দিয়েছে তাইওয়ান। শুক্রবার (১৭ মে) এক ভোটের পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর আগে, ২০১৭ সালে দেশটির আদালত সমকামী যুগলদের বিয়ের বিষয়টি বৈধ বলে ঘোষণা দিয়েছিল।

এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারকে দুই বছর সময় বেধে দিয়েছিল আদালত। আগামী ২৪ মে ওই সময়সীমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। আদালত সময়সীমা বেধে দেওয়ার পর এ বিষয়ে তিনটি বিল নিয়ে পার্লামেন্টে পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন দেশটির সংসদ সদস্যরা। শেষ পর্যন্ত তাদের মধ্যে সবচেয়ে প্রগতিশীল অংশটিই বিজয়ী হয়।

দৃষ্টান্তমূলক এই সিদ্ধান্ত অনুমোদনের পর শত শত সমর্থক রাজধানী তাইপের পার্লামেন্ট বিল্ডিংয়ের বাইরে উদযাপনের জন্য ভিড় জমিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সালে আদালতের এমন সিদ্ধান্তের পর দেশটির মানুষের মধ্যে দেখা দিয়েছিল নেতিবাচক প্রক্রিয়া। মূলতঃ সে কারণেই বিলটির বাস্তবায়নে এই দীর্ঘসূত্রিতা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব