শান্তির বার্তা নয় আন্তর্জাতিক চাপের মুখে বাধ্য হয়ে আটক পাইলটকে ছেড়ে দিচ্ছে পাকিস্তান। পাকিস্তানে আটক অভিনন্দনকে ছেড়ে দেয়ার ব্যাপারে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার জানান, তার দেশ শান্তি চায় আর সেজন্য আটককৃত পাইলটকে মুক্তি দিচ্ছে।তবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিনন্দন বর্তমানকে যাতে ছেড়ে দেওয়া হয় সে জন্য ইসলামাবাদের উপর চাপ তৈরি করেছিল আমেরিকা এবং সৌদি আরব।প্রতিবেদনে আরো বলা হয়েছে, এমন ঘটনার পর শুরু থেকেই ভারতের লক্ষ্য ছিল আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে চাপে ফেলা। দিল্লি সেই কাজটাই করেছে। তারই ফলশ্রুতিতে পাকিস্তানের ওপর চাপ দিয়েছে আমেরিকা এবং সৌদি আরব।তবে ভারত সরকারের তরফে এই খবরের ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।
কাশ্মীরের পুলওয়ামাতে হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জবাব দিতে পাকিস্তানের সীমানা ভেদ করে গত মঙ্গলবার বালাকোটে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। ভারতের দাবি হামলায় অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে। তবে ভারতের এমন দাবি প্রত্যাখান করে পাকিস্তান।নিয়ন্ত্রনরেখা লঙ্ঘনের দায়ে বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভারতীয় সীমানায় ঢুকে পড়ে পাকিস্তানের যুদ্ধবিমান। এদিনেই ভারতের দুইটি বিমান ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের। সেইসঙ্গে আটক করে এক ভারতীয় পাইলটকে।আজ (শুক্রবার) ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার কথা আছে পাকিস্তানের।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।