খাগড়াছড়িতে তাবলীগ জামাতের নেতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) রাতে কলাবাগানে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব ওয়াদুদ ভূঁইয়া।
মতবিনিময় সভায় ওয়াদুদ ভূঁইয়া বলেন, "আমাদের সমাজে সব ধর্ম, বর্ণ ও জাতি-গোষ্ঠীর মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি অসাম্প্রদায়িক এবং সম্প্রীতির পাহাড় গড়ে তুলতে হবে।" তিনি আরও বলেন, বাংলাদেশে সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সহনশীলতা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
এ সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, তাবলীগ জামাতের নেতা আব্দুর রব সওদাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সভাটি মূলত ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমষ্টিগত উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরে।
সভায় উপস্থিত নেতারা পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতির গুরুত্ব শেয়ার করেন এবং খাগড়াছড়ির শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য একে অপরের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।