মির্জা আব্বাস: ‘ছলচাতুরি না করে নির্বাচন কবে হবে স্পষ্ট করুন’-মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪ ০৩:৫৮ অপরাহ্ন
মির্জা আব্বাস: ‘ছলচাতুরি না করে নির্বাচন কবে হবে স্পষ্ট করুন’-মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন নির্ধারণের জন্য স্পষ্ট ঘোষণা দেওয়ার দাবি করেছেন। মঙ্গলবার, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, "কোনো রকম ছলচাতুরি করার প্রয়োজন নেই, জাতি জানতে চায় কবে নির্বাচন হবে।" 


এদিন তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে উঠেছে এবং পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার জাতির প্রতি আশার আলো দেখাবে। তবে তিনি অভিযোগ করেন, সরকার নির্বাচন নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না এবং ভোটের বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট কথা বলছে না। 


এছাড়া, সরকারের সদ্যকার মন্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, "যদি বলা হয় যে, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসতে মরিয়া, তাহলে আমাদেরও প্রশ্ন, সরকার কি ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে পড়েছে?" তিনি জাতিকে অনিশ্চয়তার মধ্যে রাখার প্রবণতার বিরুদ্ধে সতর্ক করে দেন এবং নির্বাচন কবে হবে, সে বিষয়ে পরিষ্কার এবং নির্দিষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানান।


বিএনপির এই নেতার মতে, জাতিকে বিভক্ত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, “আমাদের নেতা জিয়াউর রহমান বলেছিলেন, জাতিকে বিভক্ত রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়।” 


এছাড়া, আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। সভার সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলামের কলিম।