প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ২৩:২০
গাজা উপত্যকা থেকে আবারও ইসরায়েলের দিকে শত শত রকেট ছুড়া হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি ছিটমহলেও বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিক।
সংবাদদাতা জানান, মাত্র ১৫ মিনিটের মধ্যে একগুচ্ছ রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে।
এদিকে গত কয়েকদিনে গাজা ও দক্ষিণ লেবাননে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার
সংস্থার কর্মকর্তা আহমেদ বেঞ্চেমসি আল-জাজিরাকে জানিয়েছেন, ১০ ও ১১ অক্টোবর আকাশে ছোড়া সাদা ফসফরাসের ভিডিওগুলো যাচাই করতে সক্ষম হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। প্রত্যক্ষদর্শীদের সাক্ষাত্কার নেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষজ্ঞ দিয়ে প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং ভিডিওগুলো বিশ্লেষণ করা হয়েছে।