আমাকে একটা রাত দিতে হবে'! নারীকর্মীর কাছে আবদার কাউন্সিলরের

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১৩ই ডিসেম্বর ২০২২ ০৮:১৫ অপরাহ্ন
আমাকে একটা রাত দিতে হবে'! নারীকর্মীর কাছে আবদার কাউন্সিলরের

'আমাকে একটা রাত দিতে হবে'! পুরসভার অস্থায়ী মহিলা কর্মীকে কুপ্রস্তাব? তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। বাইরে অভিযুক্তের বিরুদ্ধে স্লোগান দিলেন দলেরই মহিলা কর্মীরা। দাঁইহাটের পর এবার খড়গপুর।


ঘটনাটি ঠিক কী? খড়গপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর ঘোষ। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক মহিলা। খড়গপুর পুরসভায় চুক্তিভিত্তিক পদে কর্মরত তিনি। ওই মহিলার দাবি, ফেসবুকে তৃণমূল কাউন্সিলর নাকি তাঁকে বলেছেন, 'তোমার যা লাগবে, আমি সব দেব। তোমাকে শুধু এক রাত আমাকে দিতে হবে'! এমনকী, থানায় অভিযোগ জানিয়েও লাভ হবে না বলে হুমকিও দেন  প্রবীর ঘোষ!


এদিকে দলের অভিযুক্ত কাউন্সিলের বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূলের মহিলা কর্মীরা। এদিন খড়গপুর টাউন থানার বাইরে বিক্ষোভ দেখান তাঁরা। সোশ্যাল মিডিয়ায় কাউন্সিলরের সঙ্গে কথোপকথনে স্ক্রিনশট-সহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরসভার অস্থায়ী মহিলা কর্মী।


এর আগে,  দাইঁহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডলের 'কীর্তি'তে বিড়ম্বনায় তৃণমূল। কেন? চাকরি আশায় পুরপ্রধানের দ্বারস্থ হয়েছিলেন এক তরুণী। অভিযোগ, তাঁকে নাকি কুপ্রস্তাব দিয়েছেন শিশির! ভিডিয়ো ও অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দলের নির্দেশ মেনে শেষপর্যন্ত পদত্যাগ করতে হয় অভিযুক্তকে।

সূত্র: জি২৪ঘন্টা