যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবারও বন্দুক সহিংসতায় ৫ জন নিহত হয়েছেন। একটি চার্চে এবার ৯, ১০ ও ১৩ বছর বয়সী ৩ মেয়ে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা। নিহত হয়েছেন ওই পরিবারের কেয়ারটেকারও। এতে থমথমে পরিবেশ বিরাজ করছে ওই শহরটিতে। ঘটনার মূল কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বেশ কয়েকটি পুলিশের গাড়ি, ইউনিফর্মে সতর্ক সবাই। ওয়্যারলেসে যোগাযোগ হচ্ছে সংশ্লিষ্টদের সঙ্গে। নিশ্ছিদ্র নিরাপত্তা পুরো এলাকাজুড়ে। ‘পুলিশ লাইন ডু নট ক্রস’-এর ফিতে জানান দিচ্ছে ভয়াবহ এক নৃশংসতার।
স্থানীয় সময় সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রোমেন্ট শহরে একটি গির্জার কাছে পাঁচ ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের মতে, একজন বাবা তার তিন সন্তানকে গুলি করে হত্যা করেছেন, পরবর্তীকালে তিনি নিজেই আত্মহত্যা করেন। পঞ্চম ব্যাক্তির ওই পরিবারের দেখাশোনার দায়িত্বে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে চলে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সঙ্গে সঙ্গেই পুরো এলাকায় জারি করা হয় বাড়তি সতর্কতা। ঠিক কী কারণে এ সহিংসতার ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না সংশ্লিষ্টরা।
পুলিশ কর্মকর্তা রড গ্রাসম্যান বলেন, শিশুদের বাবাই এ জঘন্য কাজটি করেছেন বলে মনে ধারণা করা হচ্ছে। এ সন্তান এবং কেয়ারটেকারকে মেরে ফেলার পর তিনি নিজেই আত্মহত্যা করেন। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে মূলত পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটেছে।
এ ঘটনার বিস্তারিত জানতে একটি তদন্ত টিম গঠন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। বন্দুকধারীর নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ। বাবা তারা বাচ্চাদের নিয়ে মায়ের কাছ থেকে আলাদা থাকতেন বলে জানান সংশ্লিষ্টরা। সূত্র: রয়টার্স
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।