প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ১৫:২৫
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কমপক্ষে ২০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে। এতে অন্তত ১৫০ মানুষ আহত হয়েছে বলে খবর মিলেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ভূমিকম্পে ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা রয়েছে। এদের মধ্যে অনেকেই মৃত বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পের সময় মানুষ গভীর ঘুমে অচেতন ছিলেন। বহু মানুষ ছাদে ঘুমোচ্ছিলেন। ভূমিকম্পে দেওয়াল ধসে অনেকের মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ ভূমিকম্প শেষে উদ্ধার অভিযান শুরু করেছে। ভূমিকম্পের ফলে অঞ্চলজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। টর্চ জ্বালিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। স্থানীয় প্রশাসনের সিনিয়র কর্মকর্তা সুহেল আনোয়ার হাসমি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে তাতে অন্তত ২০ জনের মৃত্যুর খবর রয়েছে। উদ্ধারকাজ চলছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলেছেন- মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ভূমিকম্পের পর কোয়েটা শহরের মানুষজন রাস্তায় নেমে আসছে। স্থানীয় কর্মকর্তারা বিবিসি উর্দুকে বলেন, অন্তত ১৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে অনেককেই গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যানগোভ হতাহতের খবর উল্লেখ করে জানান, ভূমিকম্পের ফলে বিভিন্ন এলাকায় ব্যাপক ভূমিধ্বস হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত সদস্যরা সড়ক থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।